সাক্ষাতকারঃ আমাদের বাবা-মা’কে নিয়ে অনুভূতি।

বাবা-মা সন্তানের কাছে চিরদিন সমাদরনীয়। আধ্যাত্মিক দৃষ্টিকোন থেকে সৃষ্টিকর্তার পরে সব সময় বাবা-মা’র স্থান। কারণ তারা আমাদের লালন-পালনের জন্য যে দায়িত্ব ও কর্তব্য পালন করেন, তা কখনো পরিমাপ করা যায় না। তারা আমাদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নয়নে নি:স্বার্থভাবে কষ্ট ও পরিশ্রম করেন। আমাদের পিছনে জীবনের অধিকাংশ সময়টুকু দিয়েই বৃদ্ধ ও ক্লান্ত হয়ে পড়েন। যখন তারা নিরীহ শিশুর মত অক্ষম। সন্তান ছাড়া তাদের অসহায় জীবনে কেউ থাকে না। কাজেই বাবা-মা’র প্রতি সন্তান হিসাবে আমাদের দায়িত্ব অপরিসীম। তারা বৃদ্ধ হলেও আমাদের উপরে ছায়া হয়ে থাকেন। তাই তাদেরকে আমরণ আমাদের কাছে রাখা উচিৎ। এরই আলোকে তৌহিদা ইসলাম লুবনা ও জুয়েল রিচার্ড বাইন দু’জন শ্রোতাবন্ধু’র সাক্ষাৎকার শুনবো। শুনবো তাদের বাবা-মা সম্পর্কে নিজস্ব অনুভূতির কথা।

 

Download audio

You may also like...