সাক্ষাৎকার: অহংকার নয়, সরলতা।

আত্ম-অহঙ্কার জীবনের জন্য একটি সর্বনাশের পথ। নিজেকে নিয়ে অতিশয় গর্ব করার একটা অনুভূতি। অবশ্বই এটা একটা নেতিবাচক অনুভুতি, যা জীবনের অনেক প্রতিভা ও গুণাবলীকে বিনষ্ট করে। মানুষ যখন কোন সাফল্যে অতিমাত্রায় সন্তুষ্ট হয়ে পড়ে, তখনি আত্ম-অহংকারবোধ কাজ করার সম্ভাবনা থাকে। অনেকের মধ্যেই এটা লক্ষ্য করা যায়, কিন্তু মনে রাখতে হবে, যে অহঙ্কার করে, তার জীবনে কোন না কোন ভাবে অপমান আসে। এ বিষয়ে শুনবো ট্রান্সফরমেশন মিডিয়া ট্রাস্ট (টিএমটি) এর সম্মানীত চেয়ারম্যান আশা এম, কেইন –এর মূল্যবান অভিমত।

download audio

You may also like...