সাক্ষাৎকার: গীতিকার লিটন অধিকারী রিন্টু’র স্বপ্ন ও সাফল্য।
প্রত্যেকটি মানুষের জীবনেই কোন না কোন স্বপ্ন রয়েছে। স্বপ্নকে ঘিরেই তৈরী হয় ভবিষ্যৎ পরিকল্পণা ও তার বাস্তবায়ন। বর্তমান সমাজে অনেক সফল ব্যক্তিত্ব রয়েছেন, যাদের জীবনে এক বা একাধিক ভবিষ্যৎ স্বপ্ন ছিল। ধাপে ধাপে তারা সেই স্বপ্ন অনুযায়ী পরিশ্রম করেছেন এবং সাফল্য অর্জন করেছেন। সেক্ষেত্রে যে কোন প্রতিকূলতাকে তারা অতিক্রম করেছেন। এ বিষয়ে শুনবো দেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্বের মূল্যবান অভিমত, যিনি সঙ্গীতাঙ্গনে একজন স্বনামধন্য গীতিকার হিসাবে সবার কাছেই পরিচিত। শুনবো তার স্বপ্ন জয়ের পথে বিভিন্ন অভিজ্ঞতার কথা।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016