সাক্ষাৎকার: দু’জন ছাত্র তাদের বন্ধুত্ব সম্পর্কে কি বলে?

বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যা প্রত্যেকের মধ্যেই কোন না কোন ভাবে গড়ে ওঠে। বন্ধু নেই, এমন একটি মানুষ খুজেঁ পাওয়া কঠিন। বন্ধুত্বের মধ্যে থাকে সহানুভূতি, সততা, নি:স্বার্থতা, পারস্পারিক বোঝাপড়া, সহমর্মিতা, আনন্দ, নির্ভরযোগ্যতা ও পারস্পারিক অনুভূতি বিনিময়। এসব মানবীয় গুণাবলীগুলি বন্ধুত্ব গড়ে উঠতে যেমন অপরিহার্য। তেমনি এগুলির অভাব দেখা দিলে বন্ধুত্ব বিনষ্ট হবার সম্ভাবনা থাকে। কাজেই প্রকৃত বন্ধুত্ব ধরে রাখতে হলে এ বিষয়গুলির প্রতি বিশ্বস্ত থাকতে হবে। নিজেকে যাচাই করতে হবে- আমার প্রিয় বন্ধুটি কেমন? কি ধরণের আচারণ আমাদের বন্ধুত্বকে বিনষ্ট করতে পারে? অথবা আমাদের বন্ধুত্বকে টিকিয়ে রাখতে কি করা উচিৎ? নতুবা একটি ভাল বন্ধুত্বকে হারাতে হবে। এ বিষয়েই শুনবো দু’জন ছাত্রবন্ধু’র সাক্ষাৎকার। শুনবো তারা তাদের নিজ নিজ জীবনে বন্ধুত্বকে কিভাবে দেখছে।

download audio

You may also like...