সাক্ষাৎকার: “দেশপ্রেম”- প্রখ্যাত সঙ্গিত শিল্পী ফরিদা পারভিন।

আমরা এ দেশের নাগরিক। এ দেশ আমাদের মাতৃভূমি, আমাদের অহঙ্কার। তাই নাগরিক হিসাবে দেশকে ভালবাসা প্রদর্শন করা আমাদের নীতিগত দায়িত্ব। দেশের প্রকৃতি, রূপ, জীব ও দেশের মানুষকে ভালবাসাই হল দেশকে ভালবাসা। কিন্তু কিভাবে আমরা দেশের প্রতি সেই ভালবাসা প্রদর্শন করতে পারি? আসলে প্রতিদিনের কর্মকান্ডের মধ্যে দিয়েই আমরা দেশের প্রতি সে ভালবাসা প্রদর্শন করতে পারি। প্রতিদিন যার যার কাজ যদি পরিপূর্ণরূপে আন্তরিকতা ও ভালবাসা’র সাথে সম্পন্ন করা যায়, তাতে দেশ সমৃদ্ধ হয় এবং এর মধ্যে দিয়েই দেশ ও দেশমাতৃকে ভালবাসা হয়। তাই ছাত্র, চাকুরীজীবি, ব্যবসায়ী, কৃষক-শ্রমিক, গৃহকর্মী অথবা রাজনীতি, যে প্রেক্ষাপটেই কাজ করছি, আমাদের সবার উচিৎ নিজ নিজ কাজকে পরিপূর্ণরূপে আন্তরিকতা ও ভালবাসা’র সাথে সম্পন্ন করা। যার দ্বারা দেশ উপকৃত হবে, দেশকে ভালবাসা হবে। এ বিষয়ে শুনবো দেশের সাংস্কৃতিক জগতে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ও সঙ্গিত শিল্পী ফরিদা পাভীন এর মূল্যবান মন্তব্য।

download audio

Gilbart Sarkar

You may also like...