সাক্ষাৎকার: নিজ পরিবেশ পরিচ্ছন্নতায় ছাত্রসমাজের চিন্তা কি?
দৈনন্দিন জীবনে আমরা পরিবেশের উপরে অনেকাংশেই নির্ভর করে থাকি। সভ্যতার আধুনিক বিকাশে পরিবেশের প্রভাব রয়েছে। যার ফলে আমরা পরিবেশকে ঘিরে বিভিন্ন প্রাকৃতিক উৎসব পালন করে থাকি। ১লা বৈশাখ, ১লা ফাল্গুন, বর্ষাবরণ, হেমন্ত উৎসব, ২১শের বইমেলা এগুলি তারই উদাহরণ। এসবের মধ্যে দিয়ে আমারা শুধু অনন্দ-উল্লাস করি তা নয়, জীবনকে নতুন করে দেখতে শিখি। শিক্ষা বিস্তারের সাথে সাথে এই জীবন-ধারাতেও পরিবর্তন ঘটছে। তাই আধুনিক সভ্যতায় এই পরিবেশকে রক্ষা’র দায়িত্ব নির্দিষ্ট কিছু মানুষের নয়। এখানে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। এরই আলোকে শুনবো বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়েকজন ছাত্র-ছাত্রী বন্ধু’র মতামত। শুনবো পরিবেশকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখায় তাদের চিন্তাধারা ও ভূমিকা সম্পর্কে।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016