সাক্ষাৎকার: ন্যায়-বিচার সম্পর্কে আইনজীবি’র অভিমত।

ন্যায়-বিচারের স্বার্থে আইনের প্রতি সবার শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন। কিন্তু এ ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন অনিয়ম। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আইনকে কখনো কখনো হাতে তুলে নেয়া হয়। ফলে সেখানে ঘটে যায় বেআইনী কোন কমর্কান্ড। ক্ষমতা, আক্রোশ অথবা কোন ভুল সিদ্ধান্তে ক্ষতিগ্রস্থ হয় কেউ না কেউ। তেমনি একটি ঘটনার আলোকে কিছু প্রশ্ন নিয়ে আমরা গিয়েছিলাম এ্যাডভোকেট শামসুল আলম সুইট-এর কাছে। যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবি হিসাবে নিয়োজিত আছেন। তার কাছে শুনবো এই ঘটনার আলোকে আইনের বিধান ও তার প্রয়োগ সম্পর্কে মূল্যবান অনুভূতি।

 

Download audio

Gilbart Sarkar

You may also like...