সাক্ষাৎকার: পথশিশুদের পাশে ছাত্র ফয়সাল আহমেদ।

আমাদের সমাজে যেসব সুবিধাবঞ্চিত অসহায় মানুষ রয়েছে, এদের মধ্যে পথশিশুরা উল্লেখযোগ্য, যাদের জন্য আমাদের কিছু না কিছু করা উচিৎ। ইতিমধ্যে কেউ কেউ ব্যক্তিগত অথবা সম্মিলিত উদ্যোগে ছিন্নমূল পথশিশুদের নিয়ে বিভিন্নভাবে কাজ করছেন। কোনো কোনো সেবা প্রতিষ্ঠানও এ ব্যাপারে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দেশের ছাত্রসমাজ এ ব্যাপারে অনেক বড় ভূমিকা রাখতে পারে। তারা ব্যক্তিগত ভাবে অথবা সহপাঠিদের নিয়ে অসহায় পথশিশুদের পাশে দাঁড়াতে পারে। সাহায্য সহযোগীতা করতে পারে বিভিন্ন ভাবে। তেমনি একজন ছাত্র ফয়সাল আহম্মেদ। নিজের পড়াশুনা’র পাশাপাশি কয়েকজন বন্ধুকে নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পথশিশুদের মধ্যে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। পথশিশুদের পাশে দাঁড়িয়ে সাহায্য-সহযোগীতা প্রদানের মাধ্যমে তাদেরকে একটু সুস্থ্য সুন্দর জীবন-ধারা উপহার দেবার চেষ্টা করে যাচ্ছে। শুনবো তার এ প্রচেষ্টা ও অভিজ্ঞতার কথা।

download audio

Gilbart Sarkar

You may also like...