সাক্ষাৎকার: পর্ণ কিভাবে সমাজ ও আধ্যাত্মিক জীবনকে ক্ষতিগ্রস্ত করে?

পর্ণোগ্রাফী বর্তমানে অনেকের কাছে একটি মাদক আসক্তি’র মত ব্যাধি হয়ে দাড়িয়েঁছে। অনেকেই এ ষিয়ের প্রতি আসক্ত অথচ এটা জীবনের জন্য কতটা ক্ষতিকর, কতটা ধ্বংসাত্মক হয়তো অনেকেই তা জানে না। পর্ণ আসক্ত কোন ব্যক্তির আচরণে বিভিন্ন উগ্রতা ও বিকৃত মানসিকতা চলে আসে। যা বিভিন্ন অপরাধ, অমানবিক কর্মকান্ড সংগঠিত করে। এগুলি মস্তিস্ক থেকেই পরিচালিত হয়। কখনো তার ভিতরে হীনমন্যতা, নোংরা ও গোপন জীবন-যাপন গড়ে ওঠে। এমনকি পরিবার বা আপনজনের প্রতি অনেক সময় অবহেলা ও ঘৃণা জন্ম নেয়, যা তার দ্বারা সমাজকে কলুষিত করে। তেমনি যেহেতু পর্ণোগ্রাফী একটি অস্বাভাবিক, অসামাজিক ও অস্বীকৃত বিষয়। কাজেই এ আসক্তি ধীরে ধীরে মানবীয় আচরণ ও সৎ জীবন-যাপনকে ধ্বংস করে ফেলে। এ বিষয়ে শুনবো কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গের মূল্যবান অভিমত। শুনবো পোর্নোগ্রাফী কিভাবে মস্তিস্ককে, সামাজিক জীবনকে ও আধ্যাত্মিক জীবনকে ক্ষতিগ্রস্থ করছে, এ সম্পর্কে তাদের ব্যক্ত অনুভূতির কথা।

Download audio

Gilbart Sarkar

You may also like...