সাক্ষাৎকার: মি: রাজিবুল হকের প্রলোভন অতিক্রমের পিছনে রহস্য।

মানুষের জীবনে প্রলোভন আসে। বিভিন্ন কারণেই মানুষ প্রলোভিত হয়। যা জীবনের জন্য অনেক সময় ক্ষতিকর হয়। বিভিন্ন স্বপ্ন পূরনের আসক্তি মানুষের মধ্যে প্রায়ই লক্ষ্য করা যায়। কেউ কেউ সামাজিক ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। আর সেই ইচ্ছা পূরণ করতে গিয়ে জীবনে আসে অনেক প্রলোভন। কেউ সেই প্রলোভনে গা ভাসিয়ে দিয়ে নীতিবর্জিত বিভিন্ন কর্মকান্ডে লিপ্ত হয়। নি:শেষ করে নিজেকে। আবার কেউ কেউ সেই প্রলোভনকে কাটিয়ে ওঠে। জীবনের চিন্তাধারা ও লক্ষ্যকে পরিবর্তন করে এগিয়ে যায় নতুন স্বপ্ন নিয়ে। এরই আলোকে শুনবো ‘জনাব এটিএম রাজিবুল হক খান রিপনের’ একান্ত সাক্ষাতকার। যিনি বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় উপ-কমিটি’র সহ-সম্পাদক হিসাবে দায়িত্ব পালনের মধ্যে দিয়ে রাজনীতিতে জড়িয়ে আছেন। শুনবো তার প্রলোভিত জীবনের কিছু অভিজ্ঞতার কথা।

Download audio

Gilbart Sarkar

You may also like...