সাক্ষাৎকার: শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতার গুরুত্ব।
স্বচ্ছতা একজন মানুষের সুচরিত্রের পরিচয় বহন করে। স্বচ্ছতা দ্বারাই কোন কিছুকে পরিস্কার-পরিচ্ছন্ন ভাবে অন্যের কাছে তুলে ধরা সম্ভব। আমাদের দেশে যেসব ক্ষেত্রে বিশেষ ভাবে স্বচ্ছতা বজায় থাকা প্রয়োজন, তার মধ্যে শিক্ষাক্ষেত্র অন্যতম। যেখানে স্বচ্ছতা থাকলে গোটা শিক্ষা ব্যবস্থাই স্বচ্ছ ও সুন্দর হতে পারে। একটি দেশ ও জাতির উন্নয়নে শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা’র কোন বিকল্প নেই। বিশ্বের অন্যান্য অনেক দেশের দিকে তাকালে আমরা সেটা দেখতে পাবো। সেক্ষেত্রে একজন শিক্ষার্থীর যেমন দায়িত্ব রয়েছে স্বচ্ছ শিক্ষা গ্রহনের। তেমনি এ প্রজন্মকে স্বচ্ছতার সাথে শিক্ষা বিতরণের দায়িত্ব রয়েছে শিক্ষক-শিক্ষয়িত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলের। তাই শিক্ষা বিস্তারে স্বচ্ছতা প্রদর্শণ সবার জন্যই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে শুনবো একজন অভিজ্ঞ শিক্ষিকা’র মতামত।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016