তারুন্যের ভাবনা : কেমন গান শোন তুমি?

গান আমাদের জীবনটাকে রাঙ্গিয়ে দেয় নানা রঙে। অস্থির মনটাকে করে দেয় স্থির আর শান্ত। জীবনের যে কোন ক্ষেত্রে গানের ভূমিকা অপরিসীম। তাই গান আর জীবন জড়িয়ে আছে একে অন্যের পরিপূরক হয়ে। এছাড়া গানের কথা থেকে বোঝা যায় সভ্যতা ও সংস্কৃতির কথা। একটি সুস্থ্য সুন্দর সংস্কৃতি ও জীবনধারা তৈরী করতে কেমন গান আমাদের শোনা উচিত? এই বিষয়ে শুনবো কিছু ক্যাম্পাস বন্ধুদের কথা।

Download Audio

Follow me
Latest posts by Helen Sarker (see all)

You may also like...