নাটক: আমাদের দৃষ্টিতে বাবা-মা।

বাবা-মা সন্তানের কাছে চিরদিন সমাদরনীয়। আধ্যাত্মিক দৃষ্টিকোন থেকে সৃষ্টিকর্তার পরে সব সময় বাবা-মা’র স্থান, যাদের মধ্যে দিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি। যাদের স্নেহ, আদর, ভালবাসায় আমরা বড় হয়ে উঠেছি। অক্লান্ত পরিশ্রম আর দায়িত্ব কর্তব্য পালনের মধ্যে দিয়ে তারা আমাদেরকে মানুষ করে তুলেছেন। সেই বাবা-মা’র প্রতি আমাদেরও রয়েছে অনেক দায়িত্ব ও কর্তব্য। বিশেষ করে যখন তারা বয়েসের ভারে বৃদ্ধ হয়ে যান। তখন তারা অনেকটাই নিরীহ শিশুর মত। যখন তাদের ভরন-পোষনসহ অন্যান্য চাহিদা মিটানো ও কাছে থাকা সন্তান হিসাবে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা কি সবাই তাদের প্রতি সেই দায়িত্ব-কর্তব্য পালন করছি? ভেবে দেখা দরকার। এ বিষয় নিয়েই শুনবো একটি নাটক। যেখানে ইমতিয়াজ তার বয়:বৃদ্ধ বাবা-মা’কে তার কাছে রাখায় তার স্ত্রী শাহেরা মনক্ষুন্ন। প্রায়ই এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রী’র মধ্যে বাক-বিতন্ডা হয়ে থাকে। কিন্তু ইমতিয়াজের এক কথা,-আব্বা-আম্মা আমার কাছেই থাকবে।

download audio

You may also like...