ন্যায়-বিচার কর্মকান্ডের উপরে একটি নাটিকা।

ন্যায়-বিচার একটি নীতিগত সিদ্ধান্ত। যে কান ক্ষেত্রেই তা হতে পারে। নিজ নিজ দায়িত্বে কোন অনৈতিকতা না থাকলে সেই সিদ্ধান্ত হয় সঠিক। প্রতিষ্ঠিত হয় ন্যায়-বিচার। এরই আলোকে উপভোগ করবো একটি ছোট্ট নাটক। যেখানে পুলিশ ইন্সপেক্টর কোন প্রতাপশালী ব্যক্তির ফোন পাওয়া সত্বেও খুনের আসামীকে থানা থেকে ছাড়েন নি। তাকে কোর্টে চালান করার ব্যবস্থা নিয়েছেন। যেন সেখানে বাদী পক্ষ ন্যায়-বিচার পায়। আসামী পায় উপযুক্ত সাজা।

Download Audio

Gilbart Sarkar

You may also like...