নাটক: আত্ম-অহংকারের ফল।

মানুষ যেসব কারণে নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়, তার মধ্যে আত্ম-অহংকার একটি উল্লেখযোগ্য বিষয়। এটি একটি নেতিবাচক অনুভূতি, যা অন্যের মধ্যে বিঘ্ন সৃষ্টি করে এবং নিজের জীবনের সম্ভাবনাকে বিনষ্ট করে। অনেক সময় নিজেকে বড়কিছু মনে হয়, অন্যকে ক্ষুদ্র বলে মনে হয়। আত্ম-অহংকারে কেউ কেউ অনেক সময় অনেক গর্বের কথা বলে বসে, যা নিজের যোগ্যতা ও ক্ষমতা’র বাইরে। এর ফলে অনেক সময় নিজেকেই ছোট হতে হয়। মনে রাখতে হবে আত্ম-অহংকার জীবনের পতনের মূল কারণ। এ বিষয়ে শুনবো একটি নাটক। যেখানে শিফাত অনার্সে ফার্ষ্ট ক্লাশ ফার্ষ্ট হওয়ায় একটু আত্ম-অহংকারী হয়ে ওঠে। নিজের প্রশংসায় মত্ত হয়ে সর্বদা অন্যের কুৎসা করায় ব্যস্ত হয়ে ওঠে। ঘরে বাইরে সব যায়গায়ই তার মধ্যে দিয়ে আত্ম-অহংকার প্রকাশ পেতে থাকে। এক পর্যায়ে সে ভার্সিটিতে এরকম রেজাল্ট আগামী দশ বছরেও কেউ করতে পারবে না বলে সহপাঠিদের কাছে চ্যালেঞ্জ করে বসে। কিন্তু পরবর্তী বছরেই ভার্সিটি থেকে আরেকজন ছাত্র ফার্ষ্ট ক্লাশ ফার্ষ্ট হয়ে তার রেকর্ড ভঙ্গ করে, যা তার আত্ম-অহংকারকে খর্ব করে।

download audio

You may also like...