নাটক: দেশের জন্য প্রতিজ্ঞা।

এদেশ আমাদের জন্মভূমি, আমাদের অহঙ্কার। তাই দেশের প্রতি সবার ভালবাসা থাকা দরকার। দেশের প্রকৃতি রূপ, জীব ও দেশের মানুষকে ভালবাসাই হল দেশকে ভালবাসা। আর সেটা আমাদের প্রতিদিনের কার্যকলাপের মধ্যে দিয়েই সম্ভব। দেশের পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষা করা একটি উল্লেখযোগ্য কাজ। এ কাজের মধ্যে দিয়েও আমরা দেশ ও দশের প্রতি ভালবাসা দেখাতে পারি। এ ধরণের অনেক কাজই দেশের জন্য রয়েছে, যা আমরা ব্যক্তিগত, পারিবারিক অথবা সামাজিক উদ্যোগে করতে পারি। দেশের উন্নয়নে নিজেদেরকে নিবেদন করতে পারি। এ সবের মধ্যে দিয়ে দেশকে ভালবাসা প্রদর্শণ করা সম্ভব। এ বিষয়ে শুনবো একটি নাটক। যেখানে দু’জন ছাত্র-ছাত্রী বন্ধু রাস্তায় দাঁড়িয়ে চিপস খেয়ে প্যাকেটটি ওখানেই ফেলে। একজন পথচারী ভদ্রলোক তা তুলে নিয়ে পাশের ডাস্টবিনে ফেলে দেয় এবং তাদের ভুলটা বুঝিয়ে দেয়। তারা তাদের ভুল বুঝতে পেরে লজ্জিত হয় এবং দেশের পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষায় নিজেদেরকে নিবেদন করার জন্য প্রতিজ্ঞা করে।

download audio

You may also like...