নাটক: পরিবারের সংকটময় অবস্থায় মহামূল্যবান সহানুভূতি।

সহানুভূতি দ্বারাই মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে। আর এই সহানুভূতি হতে পারে আপনজনের প্রতি অথবা সমাজের যে কোন স্তরের মানুষের প্রতি। মানুষ হিসাবে সবার মধ্যেই সহানুভূতিশীল মনোভাব থাকা প্রয়োজন। এরই আলোকে শুনবো একটি নাটক। যেখানে অভাবের সংসারে ছোটবোন টিউটর রেখে পড়তে পারছে না। পরিবারের কর্তা হিসাবে বাবা দুশ্চিন্তগ্রস্থ। তাই বড়ভাই সহানুভূতিশীল হয়ে ছোটবোনকে পড়াতে শুরু করে।

Download audio

You may also like...