গল্প: প্রকৃতিপ্রেমী শিক্ষক বায়েজীদ বোস্তামী।

পরিবেশ আমাদের জীবনের সাথে নিবীড়ভাবে সম্পর্কযুক্ত। আমরা পরিবেশ ছাড়া চলতে পারি না। গাছপালা আমাদের এই পরিবেশের প্রধান একটি অংশ। যা পরিবেশকে সৌন্ধর্যময় ও সজীব করে তোলে। তাছাড়া আমাদের প্রয়োজনীয় অক্সিজেন আমরা গাছপালা থেকেই পেয়ে থাকি। তাই পরিবেশের প্রধান অংশ হিসাবে গাছপালা সংরক্ষণ খুবই প্রয়োজন। আমাদের বাংলাদেশে এ বিষয়ে গত বিশ বছর ধরে অনেক পদক্ষেপ নেয়া হলেও জনমনে এখনো পুরাপুরি সচেতনতা লক্ষ্য করা যায় না। তাই এ বিষয়কে এগিয়ে নিতে দেশের ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। এরই আলোকে একজন প্রকৃতিপ্রেমী শিক্ষক বায়েজীদ বোস্তামী’র গাছপালা সংরক্ষণের গল্প শুনবো। যিনি কলেজে শিক্ষকতা’র পাশাপাশি বিভিন্ন গাছপালা সংরক্ষণ ও পরিচর্যা করছেন। ছাত্রসমাজকে বিদ্যাশিক্ষা’র সাথে সাথে পরিবেশ রক্ষায় গাছপালা সংরক্ষণ ও পরিচর্যায় উৎসাহিত করে যাচ্ছেন।

Download audio

You may also like...