সাক্ষাৎকার: খাদ্যে ভেজাল আইন সম্পর্কে একজন আইনজীবি’র মতামত।

মানুষের মৌলিক চাহিদাগুলির মধ্যে খাদ্যই হচ্ছে অন্যতম প্রধান চাহিদা। অথচ এই খাদ্যেই এখন ভেজাল মেশানো হচ্ছে বিভিন্ন উপায়ে। বিশেষ করে আমাদের দেশে ফল-মূল, শাক-সবজি, মাছ-মাংশসহ নিত্যপ্রয়োজনীয় যে কোন দ্রব্যেই এখন ভেজাল লক্ষ্য করা যাচ্ছে। ভেজালের আতঙ্কে অনেকেই এখন বাজারে যেতে ও কেনাকাটা করতে ভয় পাচ্ছেন। প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিলেও তা পুরাপুরি ফলপ্রসু হচ্ছে না। কাজেই আমাদের বাংলাদেশের জন্য এটা এখন একটা বড় সমস্যা। যা দূর করা খুবই প্রয়োজন। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে দেশে আইন থাকলেও এর শাস্তি’র পরিমান খুবই কম। এমতাবস্থায় দেশ থেকে ভেজাল কর্মকান্ড দূর করতে হলে প্রথমেই এর শাস্তি’র পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন। প্রশাসনের আরো কঠোর ও বাস্তবমূখী পদক্ষেপ নেওয়া প্রয়োজন ও সর্বপরি গণসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। এরই আলোকে শুনবো ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবি জনাব শামসুল আলম সুইট এর মূল্যবান মতামত।

Download audio

You may also like...