সাক্ষাৎকার: সঙ্গিতযোদ্ধা প্রয়াত সমর দাস সম্পর্কে মিসেস দিপীকা দাস কি বলেন ?

মুক্তিযুদ্ধ আমাদের অহঙ্কার। এ অহঙ্কার বুকে ধরেই বর্তমান প্রজন্ম আগামী’র বাংলাদেশকে পরিচালনা করবে। কিন্তু নয়’টি মাসের যুদ্ধে অনেক চড়াই-উৎরাই পার হতে হয়েছে। লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। যা আমাদের বর্তমান প্রজন্ম নিজ চোখে দেখেনি। বিশেষ করে ছাত্র-ছাত্রীরা বয়ঃজ্যেষ্ঠদের কাছ থেকে অথবা ইতিহাস ঘেটে কিছুটা জানার সুযোগ পায়। তাও হয়তো সার্বজনীন নয়। তাই মুক্তিযুদ্ধের ইতিহাসকে এ প্রজন্মের প্রত্যেকটি ছাত্র-ছাত্রী’র কাছে পৌছানো দরকার। এক্ষেত্রে ৭১ এর চেতনায় ২৬ মার্চ বা স্বাধীনতা দিবস পালন করাই যথেষ্ট নয়। নাগরিক হিসাবে ছোট-বড় সবাইকে এ ইতিহাস জানতে হবে, রক্ষা করতে হবে ও সেভাবে দেশকে উন্নতি’র পথে এগিয়ে নিয়ে যেতে হবে। বিশেষ করে এ ইতিহাস যেন বিকৃত না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে শুনবো একটি বিশেষ সাক্ষাৎকার, যেখানে কথা বলবেন- উপমহাদেশের প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক এবং ৭১ এর মুক্তিযুদ্ধের বিল্পবী শব্দসৈনিক সঙ্গীতযোদ্ধা প্রয়াত সমর দাসের সহধর্মীনি মিসেস দিপীকা দাস। তার কাছেই শুনবো প্রয়াত সমর দাস সম্পর্কে মুক্তিযুদ্ধ কালিন স্মৃতিবিজড়িত কিছু কথা।

download audio

You may also like...