Drama: Gossip destroys good relationships

People engage in gossiping in their day-today life. This may brings temporary pleasure but no advantage to us. It makes things bitter. And if it’s proved wrong it makes us inferior to all. On this basis we will listen to a drama, where a girl criticizes her ‍sister-in-law all the time and falsely accuses her to friends. But when the truth is revealed, she finds herself in shame.

Download Audio

নাটক : মিথ্যে সমালোচনা নষ্ট করে সুন্দর সম্পর্ক

দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই মানুষ সমালোচনায় জড়িয়ে থাকে। যা সাময়িক আনন্দ দিলেও কোন সুফল বয়ে আনে না। তিক্ততার সৃষ্টি হয়। আর তা মিথ্যে প্রমাণিত হলে নিজেকেই ছোট হতে হয় অন্যদের কাছে। এরই আলোকে শুনবো একটি নাটক। যেখানে একজন মেয়ে তার ভাবি সম্পর্কে বন্ধুর কাছে সবসময় সমালোচনা করে। নিন্দাজনক কথাবার্তা বলে। কিন্তু একদিন সব মিথ্যে প্রমাণিত হয়। ছোট হয় সে নিজেই।

You may also like...