মন্তব্য: দম্পতি ও বন্ধু-বান্ধবী’র মধ্যে বিশ্বস্ততা প্রদর্শন।

বিশ্বস্ততা এমনি একটি চারিত্রিক গুন, যা মানুষকে নীতিগতভাবে চলতে শেখায়। মনে প্রতিশ্রুতি জাগিয়ে তোলে। যা দ্বারা একজন আরেক জনকে ভালবাসা যায়। একজন আরেক জনকে অপন করা যায়। পরস্পরের মধ্যে গড়ে ওঠে একটি সুন্দর সম্পর্ক ও বিশ্বস্ততা। এই বিশ্বস্ততা সবারই সবসময় বজায় রাখা উচিৎ। তা হতে পারে ব্যক্তিগত জীবনে। পারিবারিক জীবনে অথবা সামাজিক জীবনে। বিশ্বস্ততা শুধু মুখে নয়, কার্যে প্রমাণ করতে হয়। বাস্তবিক জীবনে এর প্রতিফলন থাকা উচিৎ। এরই আলোকে শুনবো এক দম্পতি ও বন্ধু-বান্ধবী’র মধ্যেকার বিশ্বস্ত জীবন-যাপনের কথা। কিভাবে তারা তাদের দৈনন্দিন জীবনে একে অন্যের কাছে বিশ্বস্ত থাকছে।

Download audio

You may also like...