নাটক: পলিথিন বর্জনের প্রতিশ্রুতি

পরিবেশ দূষনে যেসব কারণগুলি চিহ্নিত করা হয় তার মধ্যে পলিথিনের ব্যবহার উল্লেখযোগ্য। বিশ্বের অনেক দেশেই এর ব্যবহার কমিয়ে আনা হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে এর উপরে নিষেধাজ্ঞা থাকা সত্বেও পলিথিনের ব্যবহার বন্ধ হচ্ছে না। ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবেশ ও মানুষ। পলিথিন বা প্লাস্টিক নির্মিত ব্যাগে বিভিন্ন রাসায়িনিক পদার্থ ব্যবহার করা হয়। যা মানুষের শরীরে সরাসরি ক্যান্সার সৃষ্টি করে। এসব ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানার পরেও যুগযুগ ধরে এর ব্যবহার চলছে। বৈজ্ঞানিক গবেষণামতে পলিথিন বা প্লাস্টিক নির্মিত উপাদান সমূহ পচে পুরাপুরি নষ্ট হতে কমপক্ষে ১০০০ বছর লাগে। যার ফলে দূষিত হয় পরিবেশ। অন্যদিকে পাট, কাপড় অথবা কাগজের ব্যাগ পচে নষ্ট হতে খুবই কমসময় লাগে। যা পরিবেশকে দূষিত করে না। তাই পলিথিন ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং অন্যকে বিরত থাকতে পরামর্শ দিতে হবে। এরই আলোকে শুনবো একটি নাটক। যেখানে কোন পরিবারের সবাই পলিথিন বর্জনের প্রতিশ্রুতি নেয়।

Download audio

You may also like...