মন্তব্য: পরস্পরকে মূল্যাযন করার ব্যাপারে ছাত্ররা কি বলে।

মূল্যায়ন একটি সন্তোষজনক ও সমর্থনযোগ্য অনূভুতি। যা আমরা স্রষ্টাকে ব্যক্ত করতে পারি তার প্রশংসা’র মধ্যে দিয়ে। আবার আশে-পাশের মানুষ অথবা পরিবেশকে ব্যক্ত করতে পারি তার সুনাম ও সমর্থনের মধ্যে দিয়ে। কিন্তু কেন এই মূল্যায়ন করা প্রয়োজন? কিভাবে তা আমরা বাস্তব জীবনে করছি? এটাই বিষয়। আমরা আমাদের সৃষ্টিকর্তার প্রশংসা করি। কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের সবকিছু দিয়ে রক্ষা করছেন। আমরা তারই অনুগ্রহে প্রতিটি মুহূর্ত অতিবাহিত করছি। অন্যদিকে আমাদের পরিবার ও আশে-পাশের মানুষকে মূল্যায়ন করতে পারি। তাদের যে কোন ভাল বিষয়কে মূল্যায়ন করতে পারি। এরই আলোকে শুনবো বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়েকজন ছাত্র-ছাত্রী বন্ধুর অভিমত।

Download audio

You may also like...