সাক্ষাৎকার : সিঙ্গাপুরের স্বচ্ছ রাজনীতি
দূর্নীতি ছোট্ট একটি শব্দ, কিন্তু এর কার্যক্রম অনেক ব্যাপক ও ধ্বংসাত্মক। বিশেষ করে বাংলাদেশ দূর্নীতিতে বিশ্বের কাছে পরিচিত হয়ে উঠেছে। যেখানে রাজনীতিতেও দূর্নীতির প্রভাব ছড়িয়ে পড়েছে। অথচ আমাদেরই প্রতিবেশী দেশ সিঙ্গাপুরে রাজনৈতিক ক্ষেত্র থেকে শুরু করে জনজীবনের সর্বক্ষেত্রে দূর্নীতি খুব একটা লক্ষ্য করা যায় না। এরই আলোকে শুনবো একটি সাক্ষাত্কার অনুষ্ঠান। আর এ সাক্ষাত্কার প্রদান করেছেন সিঙ্গাপুরী ছাত্রবন্ধু নবীন। যিনি সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন। বিশ্ববিদ্যালয়ের ছুটিতে বাংলাদেশে বেড়াতে এসেছেন এবং তার জন্মভূমি সিঙ্গাপুরের রাজনৈতিক অবস্থা ও দূর্নীতিমুক্ত পরিবেশ সম্পর্কে তার অনুভূতি ব্যক্ত করেছেন।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016