নাটক : পরাজিত হতে চাই না

দূর্নীতি একটি দেশ ও জাতির জন্য ধ্বংসাত্ক। বিশেষ করে বাংলাদেশ এখন বিভিন্ন ক্ষেত্রে দূর্নীতিগ্রস্থ। যেখানে একটি চাকরী পেতে ঘুষ দিতে হয়। হোস্টেলে সিট পেতে বকসিস্ দিতে হয়। তবে এটা সবক্ষেত্রে নয়। ঘুষ বা বকসিস্ ছাড়াও অনেক কিছু সম্ভব, যদি আমরা দূর্নীতিকে প্রশ্রয় না দেই। এরই আলোকে উপভোগ করবো একটি ছোট্ট নাটক। যেখানে রুবেল ঘুষ দিয়ে চাকরী পেয়েছে। রানা বকসিস দিয়ে হোস্টেলে সিট পেয়েছে। অন্যদিকে কবিতা কোন ঘুষ না দিয়েই পেয়ে যায় একটি ভাল চাকরী। প্রমাণ করে দেয় দূর্নীতি ছাড়াও এখনো অনেক কিছু সম্ভব, যদি আমরা দূর্নীতিকে প্রশ্রয় না দেই।

অডিও ডাউনলোড করুন

Drama: don’t be a looser

Corruption is destructive for a country and nation. Especially Bangladesh is corrupted in many ways where bribes are given to get a job, tips are given to get a seat in a hostel but this is not always true. Lots of things can be done if we do not let the corruption takes place. On this topic, we will enjoy a drama where Rubel got a job by giving bribe, Rana got a seat in a hostel by giving tips and Kobita got a good job without giving bribery. This drama proves that it is possible to do many things without corruption if we do not let the corruption takes place.

Download Audio

You may also like...