নাটক : নতুন করে আবার শুরু পথচলা

জীবনের সবকিছুতেই জয় ও পরাজয় আছে। এর যে কোনটি আমাদের জীবনে আসতে পারে। তবু হাল ছেড়ে দিলে চলবে না। এগিয়ে যেতে হবে জীবনের কাঙ্খিত লক্ষ্য অর্জনে। এই পৃথিবীতে অনেক আত্মপ্রত্যয়ী মানুষ আছে, যারা জীবন থেকে অনেক কিছুই হারিয়েছে, তবু কখনো হাল ছেড়ে দেয়নি। লক্ষ্য অর্জনে একাগ্র চিত্তে সাধনা করে গেছে। আজ এরই আলোকে উপভোগ করবো একটি নাটক।

অডিও ডাউনলোড করুন

Drama: start a new beginning

There are losses and gains in life. We have to face one of them. Therefore we should not give up our walk in life. We have to keep going towards our expected goals. There are many self-confident people in this world who lost many things in their lives, yet they never gave up. They continued their hard work to reach their goals. We will listen a drama concerning this topic…

Download Audio

You may also like...