কবিতা : জয় পরাজয় থাকবেই, তবুও এগিয়ে যেতে হবে
জীবনে প্রতিকূলতা, বিপর্যয় এমনকি ছোট-খাটো ব্যর্থতা আসতেই পারে। তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না। আত্মবিশ্বাস নিয়ে শুরু করতে হবে আবারও শুন্য থেকে। শুরু করতে হবে নতুন উদ্যমে সমস্ত বিপর্যয় ব্যর্থতাকে অতিক্রম করে আগামী দিনের পথ চলা। তাহলেই একদিন জয় সুনিশ্চিত। এরই আলোকে শুনবো একটি কবিতা।
- মন্তব্য: নিজ গ্রাম্য এলাকার প্রতি দায়িত্ব। - November 20, 2016
- Voxpop: Responsibility to our rural area. - November 20, 2016
- জীবনের প্রতিযোগীতা। - November 7, 2016