মন্তব্য: ছাত্রজীবনে স্বচ্ছতা।

মানুষের বিভিন্ন গুণাবলীর মধ্যে স্বচ্ছতা অন্যতম একটি গুণ। স্বচ্ছতা দ্বারা কারো মন আকৃষ্ট করা যায়। কারো কাছে বিশ্বাস অর্জন করা যায়। নিজেকে গ্রহন যোগ্য করে তোলা যায়। পৃথিবীতে যারা বিভিন্ন কর্মকান্ডের মধ্যে দিয়ে স্মরনীয় হয়ে আছেন। দেখা যাবে তাদের কর্মকান্ডে স্বচ্ছতা ছিল। ছাত্র জীবন হল স্বচ্ছতা গড়ে তোলা ও অভ্যাসের উপযুক্ত সময়। এ সময় বিভিন্ন কর্মকান্ডেই স্বচ্ছ থাকার সুযোগ রয়েছে। স্কুল-কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন বিভিন্ন কার্যক্রম ও দায়-দায়িত্বথাকে। নিজ পরিবারে বাবা-মা অথবা অন্যান্যদের প্রতি দায়িত্ব-কর্তব্য সহ বিভিন্ন কাজ করতে হয়। একই ভাবে সমাজ অথবা বন্ধু মহলে বিভিন্ন ভূমিকা রয়েছে।এসব ক্ষেত্রে নিজেকে স্বচ্ছ মানুষ হিসাবে প্রদর্শন করার সুযোগ রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়েকজন ছাত্র-ছাত্রী বন্ধুর অভিমত শুনবো।

download audio

You may also like...